দু’হাতে ভাঙতে চাই যত দুঃখ
ভাঙতে চাই রেখা বদ্ধ অনন্ত বিষাদ আমার
কতকাল আর লালন করে যাবো বৃক্ষের ভূমিকা
একটা বিড়ম্বিত সময়ের অন্ধকার পথ ধরে
ছুটে যেতে যেতে এক সময় নিজেরই
ছায়ার গা ঘেঁষে দাঁড়াই
দেখি, রুদ্ধশ্বাস ধুলো মাটিতে ছড়িয়ে আছে
আমারই সব দ্রোহ-বিদ্রোহ ও
ক্ষোভ-বিক্ষোভের শব্দ ও শব্দময়তা
দেখি, যাপনের বৃত্ত ঘিরে
ভেঙে ভেঙে পড়ছে সম্পর্কের সাঁকো
কোথাও কোন আহ্বান নেই, নির্মাণ নেই
কেবলই ধ্বংসের উন্মাদনা ও ভাঙচুরময়তা ক্রমাগত…
এই দৃশ্য দেখতে দেখতে
চোখের অন্তরাল থেকে ঘুর পথে
পা চালিয়ে যাই দ্রুত
এবং নিজের দিকে ফিরে তাকাই
আর স্বর পান করি আমি নিজস্ব আত্মার ও সত্ত্বার…
আমি তাই যাপনের এই উপকথা ঘিরে
যতটুকুই জীবনের ছবি তাই নিয়েই
আচ্ছন্ন থাকতে চাই
আর অনিবার্য হয়ে ফিরে আসতে চাই
জীবনের গল্প ও গানে
ও দু’হাতে ভেঙে দিতে চাই যত দুঃখ
ভেঙে দিতে চাই রেখাবদ্ধ অনন্ত বিষাদ ।