মানুষের অনেক রকম অভাব।
সবথেকে বড় অভাব কি জানো? সবচেয়ে বড় অভাব হলো ভালোবাসার।
মানুষ বেশি ভালোবাসা পেলে অবহেলা করে। অথচ দেখো সেই মানুষ ই একটু স্নেহ যত্ন আদর পেতে মরিয়া হয়ে ওঠে।
বড়ই আজব মানুষের এই মনস্তত্ত্ব!
যা কিছু অতিরিক্ত তাই হবে কষ্টের কারণ। তাই বেশি ভালোবাসা প্রকাশ করতে নেই।
অভাব আসতে দাও, অভাব না আসলে কে কবে বলো প্রেম কে বুঝেছে!
শূণ্যতা না আসলে যেমন পূর্ণতা আসে না।
আকাশের বুকে কালো ঘন মেঘ না জমলে যেমন বৃষ্টি আসে না।
আসলে দূরত্ব তৈরী করার প্রবণতা মানুষের আজীবনের ধর্ম।
আজ যে আপন কাল সে পর হয়ে যায়।
তাই ছেড়ে দেওয়া খুব সহজ।
সুখ দুঃখ কে আপন করে মাটি আঁকড়ে থেকে যাওয়াটাই সবচেয়ে কঠিন।