অভাব দাও, একটু অভাব দাও প্রভু
আজ সবাই ধনী
আজ সবাই টাকার খনি
তবুও সবাই জীবন পশ্চাতের কাছে বড্ড ঋণী।
আজ সবার কাছে সব কিছুই আছে
আছে আনন্দ বিনোদন
আছে মুক্ত আকাশের তলায় যৌন যাপন;
আছে অপ্রাপ্ত বয়সে প্রেম নামক শব্দের খেজুরের প্রলাপ
আছে বিবাহিত জীবনে পরপুরুষ আর পরনারীর সহিত গোপন আলাপ।
আজকাল কেউ আর না খেতে পেয়ে মরে না
এখন সবাই বেশি বেশি করে খেয়েই মরে
আমাদের ছোটবেলায় হাটে বাজারে হরেক রকম ভাঙা চাল বিক্রি হত,
গরিব মানুষেরা সেই চাল কিনে নিয়ে গিয়ে ভাত তৈরি করে খেত।
ফ্যান ভাত খেয়ে বড় হতো মেধাবী ছাত্র-ছাত্রীরা
এখনকার দিনে ফ্যান ভাত; খুদ ভাত; গরু-ছাগলেও খায় না।
জীবন থেকে নিয়েছে বিদায় আবেগ
বিনিময় পেয়েছি আমরা এক উন্নত কৌশলী সন্ধান
জীবনে এসেছে দ্রুত হতে দ্রুততর বেগ,
ধীরে ধীরে কিছু গড়ে তোলার অভ্যেস
বর্তমান জীবনচর্চায় চোখে পড়ে না তেমন।
শুধু ভাঙা ভাঙির শব্দ শুনতে পাই চারিদিকে
সাধনা;সংকল্প;ঐক্যবদ্ধ;এই শব্দগুলো আজকাল বড়ই মূল্যহীন
মূল্যহীন হয়ে পড়েছে শ্রদ্ধা;ভক্তি;সহনশীলতা নামক শব্দরাও,
তাই আজকের সময় দাঁড়িয়ে মানব জীবনে একটু অভাব প্রয়োজন।
একটু অভাব দাও প্রভু।
মানুষ ধনী হতে হতে আকাশটাকেও কিনে ফেলতে চাইছে
টাকার পাহাড়ের চেপে প্রাণশূন্য মানুষেরা পাথর হয়ে যাচ্ছে।
একটু অভাবটাও অভাব দাও, অভাব দাও প্রভু।