অভাব আমাদের সংসার ভেঙেছিল
আমাদেরকে ভাঙতে পারেনি
অভাব আমাদের জীবনকে ভেঙেছিল
আমাদের মনকে ভাঙতে পারেনি।
অভাব আমাকে পথে নামিয়েছিল
অভাব আমায় গন্তব্য হারা করেনি
অভাব আমায় অনাহার দিয়েছিল
না খেয়ে মরতে দেয়নি,
অভাব আমার পেছনে ছুটছে
আমি অভাবের পেছনে ছুটছি
অভাব আমাকে সমাজের প্রতিটি কোনায় কোনায়;
নালা নর্দমায়; জলে ডোবায় নামিয়েছে
অভাব আমায় সংগ্রাম শিখিয়েছে,
অভাব আমায় দুর্বার মুক্তির পথের সৈনিক বানিয়েছে
অভাব আমায় দেখিয়েছে, চিনিয়েছে
মিশেল মেঘের মাঝে হেঁসেল আবর্তে বিচরিত সব মুহূর্ত।