খণ্ড-বিখণ্ড মর্মর মূর্তির টুকরোগুলো যেন
বর্ণপরিচয়-নারীশিক্ষা বা বিধবাবিবাহ!
সাগরের মধ্যে অযুত নোংরা ছড়ালেও
সাগরের জল তেমন স্বচ্ছ, তৃপ্তিতে অবগাহ।
মানুষের শ্বাস-প্রশ্বাসে ভয়ানক কষ্টটাই
বুঝি বিশ-মণী পাষাণের ভারে!
ভারে ও ধারে অসম্ভব চাপে ও তাপে
মান ও হুঁশের এমন দুরন্ত দৈন্য!
দীনতার তরীতে মহান পুরুষ লুণ্ঠিত
নড়বড়ে নর-রূপী দানোর বৃথা অহংকারে!
অস্বস্তির পারদ ক্রমবর্ধমান !
ভাঙন! এমন ভাঙচুরেও সম্মান অম্লান!
বীরসিংহের সিংহের সাথে ছেলেখেলায়
ধিকি ধিকি ঊর্ধ্বমুখী অন্তর্দাহ,
সাগরের মধ্যে অযুত নোংরা ছড়ালেও
সাগরের জল তেমন স্বচ্ছ, আনন্দে অবগাহ।