ঝড় উঠুক তোমার ভেতর
মেঘ নামুক গাছে গাছে অরণ্য পাহাড়ে
পাখা মেলুক চারপাশে অনন্ত আকাশ
অধীর অপেক্ষায় আছি আকাশের মুখোমুখি
চোখ মেলে আছি অপলক আস্ত নিরালায়
তাকে কি করে ফেরাবে ?
যে উজ্জীবনে অন্তঃপ্রাণ
যে নিজের কাছেই নিজেকে করেছে
নিঃশর্ত সমর্পণ …
আমি সেই নিঃসঙ্গ মানুষ যে এখনও
তোমাকে ঘিরেই আকাশ যাপন করে
দিনরাত অনন্ত সময়
ঝড় উঠুক তোমার ভেতর
আকাশ ভেঙে বৃষ্টি আসুক নেমে
ঝড় ও বৃষ্টিই দিতে পারে অসম্ভব শব্দ মুখর
নিঃশর্ত সেই সমর্পণ মুহূর্ত
যার স্ফুরিত আকাঙ্খার প্রকৃত আবেশ নিয়ে
মুখোমুখি দাঁড়ায় প্রেমিক সময়
দু’চোখে জমে ওঠে স্বপ্নের আকুতি
ছড়িয়ে পড়ে জীবনের জরুরি কথকতা
ঝড় জল ভেঙে, চলো,আমরা ফেরারপথে অন্তত মুখোমুখি হই ।