দাঁড়ি,কমা,হাই-ফেন,সেমিকোলন প্রত্যেককেই
দিলাম সবেতন লম্বা ছুটি।
বেগবান লোভী মানবিকতা সময়ের হাত
ধরে দেয় দৌড়,তখন সেটাই তার গাণ্ডীব-
তখন কোথায় কোথায় আমার ভ্রূকুটি?
দাঁড়ি-কমা ইত্যাদি দলবলের সঙ্গী হয়ে
আর যাব না,যাব না ফিরে বিরতি-প্রদেশে,
বরং বিরত থাকার অন্য নাম-ধাম
পশ্চাতে মুখ লজ্জায় ঢাকা,
আনন আবৃত রেখে কেনই বা অকাতরে
অন্বেষণে সরু আবিল চাতালে বৃথা লুটোপুটি?