পাপড়ি বিছনো পথ হলেই ভেবোনা
সুখ হাতছানি দিয়ে ডাকছে-
সব কাঁটাই কি ক্ষতবিক্ষত করে?
কিছু অনুভূতি ছুঁয়ে যায় মনের গোপন দেরাজ।
চেতনার গভীরে নথিভুক্ত মন,
হলুদ রোদ্দুরে বসন্তের আবেশে,
শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ফাগুনে রাঙা অনুরাগ,
আন্দোলিত বাতাসে হতেই পারে আবিররাঙা,
খুশিতে যখন চোখ বেয়ে কান্না ঝরে-
স্বপ্নকে বলে দিও স্বাবলম্বী হতে!
হৃদয়ের অব্যবহৃত কোণে পড়ে ছিল
অযত্নে রাখা কোনো এক সুপ্তবীজ,
ডাকবন্ধু পথ হারিয়ে ফিরে গেছে বারবার,
চিঠিতে খুঁজে পায়নি মনের ঠিকানা………..