বুকের ভেতরে একটা বিচ্ছিন্ন দ্বীপ যেন ঘুমিয়ে থাকে !
যখন তখন জলমগ্ন হয়।
কখনো হঠাৎ জেগে ওঠে সেই জলোচ্ছ্বাস থেকে!
সূর্যের আলোয় হেসে ওঠে! গাছের ডালে ডালে
পাখী এসে বসে ,গান গায় ।
গান ফুরোলে, বেলা শেষে চলে যায়!
ফিরে আসে নিঃসীম শূন্যতা।
সেই নিঃসীম শূন্যতা, আকাশচুম্বী মৌন স্তব্ধতা কথা কয়ে ওঠে বুকের ভেতর।
প্রতিটি শিরা উপশিরার জাগে আর্ত হাহাকার ।
বিচ্ছিন্ন দ্বীপটি মুহূর্তের মধ্যে অবিচ্ছেদ্য হয়ে পড়ে অনির্দেশ্য এক বন্ধনে।