দোষটা তোদের কথায় জানিস?
তোরা শিক্ষিত আর ডিগ্রিধারী!
তোরা গরুর দুধে সোনা আছে
এই কথাটা জানিস থোড়ি?
তোরা জানিস চাঁদে আসলে কে
গেছে সেটা জানিস সঠিক,
তোরা হ্যাঁ তে হ্যাঁ আর না তে না নস
তাই রাকেশ রোশন চন্দ্রে বেঠিক!
তোরা সত্যি পথে চলতে যে চাস
চোখে আঙুল দাতার দলে
ভাগ্য ভালো ঢুকলি জেলে
বুলেট ঝাঁঝরা নস এ ছলে!
তোরা এম. এ. বি.এড প্রথম শ্রেণির
আলাদা যে শিক্ষা তোদের
তাই তো গণতন্ত্রে বিপদ
তোদেরকে ভয় সত্যি ওদের!
যদি অশিক্ষিত মজুর হতি
দশ টাকাতে বিঘা জমি
টিপের সইয়ে লিখেই দিতি
আদর তোদের হোতো কমই?
তোরা চপ আর মুড়ির শিল্পে মুড়ে
দেশকে দিতি নতুন দিশা
আর ইসলামি হয়ে জয় শ্রীরামের
তুলতি ধ্বনি পাক্কা খাসা
তোরা বিষ্ণুকে হায় ডাকতি মাতা
গোভিড দিয়ে কোভিড মেরে
দেশ বাঁচাতি দেশকে বেচে
কবেই তোদের দিত ছেড়ে!
তার বদলে হকটি তোদের
চেয়ে বসেছিস কী ধৃষ্টতা?
তাই অশিক্ষারই বার্তা দিলাম
শিক্ষা দেশে, আজ অযথা!