অবাধ্য ইচ্ছারা আমার চারপাশে ঘুরে বেড়ায়
জানি না কি চায় ওরা আমার থেকে
কত বোঝাই ওদের,বকি,ধমকাই
তবু শোনে না কোনো কথা
কখনও কখনও তো আমি হেরে যাই ওদের কাছে
তখনই ওরা আমার চারপাশে ঘুরতে থাকে।
অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করি ওদের
বলি থাক না তোরা গোপনে কেন আসিস্ বারবার
কে চায় তোদের বল?কেউ চায় না!কেন বুঝিসনা
তোদের কথা শুনলে যে আমাকে হার মানতে হয়!
হার মানতে মানতে আমি যে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি।
জানি, খুব কষ্ট হয় তোদের
তবু বলি তোরা গোপনেই থাক।