ছেঁড়া ছেঁড়া মেঘ অম্বরে রাজে
হঠাৎ উড়ো চিঠি এলো সময়ের খামে,
মেঘপিয়ন ডেকে বললো আমায়
এসেছে চিঠি এক তোমার নামে।
চিঠি পেয়ে ভাবনা মনে
কে পাঠালো এমন চিঠি?
‘শীঘ্র আসছি’ লিখেছে সে যে
চিঠি পড়ে হলো অবাক দিঠি।
ছেঁড়া ছেঁড়া মেঘ অম্বরে রাজে
হঠাৎ উড়ো চিঠি এলো সময়ের খামে,
মেঘপিয়ন ডেকে বললো আমায়
এসেছে চিঠি এক তোমার নামে।
চিঠি পেয়ে ভাবনা মনে
কে পাঠালো এমন চিঠি?
‘শীঘ্র আসছি’ লিখেছে সে যে
চিঠি পড়ে হলো অবাক দিঠি।