সঞ্জীবনী বাতাস থেকে
রক্ত ঝরে টুপটাপ ,
নিদাঘ দগ্ধ দিনে
সবুজের শস্যে চিতা জ্বলে…..
অন্তরে হাহাকার।
ধূলি ধূসরতায় কিশলয়
বিষাদ পরশে জন্মবিকলাঙ্গ –
প্রকৃতি আর সাজিয়ে বসে নেই
সোনার পাথর বাটি …..
রুপোর চামচ।
বুকভরা ভালোবাসা চেয়েছিলে
ছলনার ভর করে ,
সময়ের অঙ্কুরিত মুকুল
ঝরে পড়ে অকালে…….
তুচ্ছ অবহেলায়।