যেনো আমার এখন সব কিছুকেই অবহেলা করার সময়
উপেক্ষা করার সময়।
যেনো আমি এখন জ্যোৎস্নায় হাতলচেয়ারে অনন্তকাল শুধু
আলুথালু বসে থাকবো, এই আমার একমাত্র কাজ।
এই আমার একমাত্র অমলধবল চাকরী আর কিছু নয়
আর কিছুকেই আমি আনন্দিত উদ্ধার ভাবি না।
সুতরাং সবজির বাগান থেকে সাপের সঘন ফনা বেড়ে উঠুক, ক্ষতি নেই।
হামিদুর তার বউ নিয়ে কক্সবাজারে যাক
জল শকটের শাদা রূপচাঁদা মাছ ধরুক বিছানায়
আমি তাতে আশ্চর্য হবো না।
করতলে কুয়াশা লাগিয়ে কোন কিশোরী বালিকা কেঁদে উঠুক
রাত্রিবেলা, আমার কী?
কিশোরেরা কালো মৌমাছির মতো কুঞ্চিত কুঁইফল নিয়ে
লোফালুফি করুক শহরে, মরে যাক
আমি তাতে চোখও দেবো না। আমি জানি
এই সব কিছুর মূলেই রয়েছে রগরগে জীবনযাপন।
আর সব রগরগে জীবনযাপন মানেই পতনবিলাসী শিল্প!
সমাজ মাত্রই একটা মাথামোটা মানুষের
হুলস্থুল মিলিত প্রবাহ।
আর তোমরা যাকে চাকরী বা প্রফেশন বলো,
উন্নতি ও অভ্যুত্থান, তারা
আমার বিশ্বাসে আজ এক বিন্দু অনলের লকলকে
অজস্র বিস্তার ছাড়া আর কিছু নয়।
আর কিছুই নয়।