আজকাল আর কিছু লিখতে মন করে না।
অকারণে সবই মনে হয় শুধু ই যাতনা।
ভালো আছি না আছি এ যেন বিষম দায়
মন শুধু পিছু পানে তাকিয়ে বেড়ায়।
দিন আসে দিন যায় প্রকৃতির পাছে
ঘর বাঁধার স্বপ্ন কি এখনও বেঁচে আছে?
ঐ চলে যায় ফাগুন দেখো ছুঁয়ে দিগন্ত রেখায়
রামধনুর সাত রং কত কি শেখায়।
পড়ে আছি তরু তলে হয়ে মৃত প্রায়
জীবনের সকল প্রাপ্তি অলসে দূরে যায় ।
তবু লোভ পাবো ভাবি তোমার তোমায়
বাকি দেয় শুধু ফাঁকি কুয়াশার ধোঁয়ায় ।
পাখি ডাকে ভোর হয় সাড়া জাগে বনে
কুহু ডাকে পরবাসে মুকুলের মনে।
চাওয়া পাওয়া হিসাব যত ফেলেছি লুটায়
গুলমোহরের ফুল ঝরে এই বলে যায়।