অনেকটা কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে এসে দাঁড়িয়েছি পশ্চিমের শেষ সীমানায় ,
স্নিগ্ধ সকাল হতে তপ্ত দুপুর সবই অতিক্রম হোলো,
এবার গ্রহনিয়ন্ত্রিত সময়ের সাথে দুর্নিবার গতিতে ছুটে চলেছি কালের বলয়ে,
হয়তো কিছু রয়ে গেলো বাকী যা অগ্রাহ্যের বীজ হয়ে হৃদয় মাঝে কাঁটাগাছের জন্ম দিতে প্রস্তুত !
বিবর্ণ স্বপ্নগুলো আজ আর উঁকি মারে না ,
ইচ্ছার বিরুদ্ধাচারণ করার সাহস তার আর নেই ।
জীবন যুদ্ধে সৈনিকের পোশাকের আর প্রয়োজন নেই, যুদ্ধ যে আজ একপেশে !
তার তো মৃত্যু বা হারাবার কোনো ভয় নেই !
অস্তিত্বের বিপন্নতার লড়াই বোধহয় শেষের মুখে, জীবন জোয়ারের দুর্বার গতিতে তলিয়ে যাবে বুঝি !
জানি কেউ কারো জন্য প্রতীক্ষিত নয় ,
শুধু মনই প্রতীক্ষাকে হৃদয়ে আঁকড়ে ধরতে চায় !
ওই দেখো, পশ্চিমের কপাট আলতো করে খোলা ,
এখনও আবছা আলোর বিচ্ছুরণ পরিলক্ষিত হয়ে অবসানের জানান দিচ্ছে….
বাতিবালার ভূমিকায় জীবন বাতিটাকে আগলে বসে আছি, কিন্তু…
হৃদয় গহনের দুঃসহ অন্ধকার তাকে ক্রমশ গ্রাস করে চলেছে !