যত যত্নে গাছটি প্রকৃতিতে বড় হল।
ততোধিক কষ্ট তাকে মানুষেরা দিল।
ছেঁড়া হল পাতা তার ভাঙা হল ডাল,
তবুও “সবই যে এক” বলল যে তার কাল।
প্রতিদিন কিছু ডাল কেটে কিছু রেখে-
কাঠুরিয়া যেত বাড়ি সবই এক দেখে।
শেষে এক বড়ো ডাল আধখানা কেটে-
চিন্তে কাঠুরিয়া পরে নিতে আসবে সেটে।
পরদিন যখন ঝড়ে দিচ্ছে বাতাস,
ডাল ভাঙার শব্দ পেল মাথায় আঘাত।
শুনতে পেলনা সে যে গাছের তাড়ণা,
বুঝতে পারল শুধু মৃত্যু যন্ত্রণা ।
যদি সেই চোখ থাকত দেখত গাছের ক্রোধ,
দেখত গাছটি বলছে “প্রকৃতির প্রতিশোধ”।-