সমাজে খারাপ মানুষের প্রকোপ বড্ড বেড়ে গেছে
তাদের আনাগোনা আজ সর্বত্র
শুভ ও অ শুভ;
দুঃখ কষ্ট;
সামাজিক আচার বিচারে;
এই ধরনের লোকেরা সর্বত্র,
বিষের বিষক্রিয়ায়–
এই ধরনের লোকেরা সমাজটাকে বিষিয়ে তুলেছে,
গ্রাস করছে আমাদের প্রকৃত ইতিহাস
গ্রাস করছে আমাদের প্রকৃত ঐতিহ্য
গ্রাস করছে আমাদের প্রকৃত শিক্ষা
গ্রাস করছে আমাদের প্রকৃত ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যবোধকে।
এই ধরনের বিষাক্ত মানুষেরা—
গ্রাস করছে বর্তমান যুবসমাজ ও আগামী প্রজন্মকে,
বর্তমান সময়ে অসাধু মানুষের পাল্লা ভারী
সাধারণ মানুষ আজ ভীত সন্ত্রস্ত কিট পতঙ্গের মতো
চোরেদের রাজত্বে চোরেরাই আজ; মহারাজ।
যেখানে এনাদের কাহিনী
সেখানে থাকবে অসাধু বাহিনী
এনাদেরই পেছনে ভিড় করে জনতা
অবনতির লক্ষ্যে ছুটে যায় সমাজ।