আমার কাছে উত্তর ছিল না কোনো….,
অন্যায় নয় বরং উপকার করার আপ্রাণ প্রচেষ্টায় সফল হয়েও চুপ করে বসে থাকা আমিটাকে, থেঁতলে বর্শা ফলকের মতো সুচাগ্র শব্দের লাগাতার খোঁচা তখনো ধেয়ে আসছিল
রিখটার স্কেলের তীব্রতার রেকর্ড ভেঙে…!
সব কিছুর উত্তর দেওয়ার প্রয়োজন হয় না…,
উত্তর না দিয়ে নীরবে থাকাটাই বেশি শ্রেয়…।
আড়াল থেকেই প্রিয়জনদের জন্য কিছু
করতে পারার আনন্দ নিজের মনের সিন্দুকে
জমিয়ে রাখতে হয় পরিস্থিতির সামঞ্জস্যে।
দান করে বলার মধ্যে যেমন দাতার গুণাবলী
বিঘ্নিত হয়,
তেমনি উপকার, সহযোগিতার কথা প্রকাশ্যে বলার মধ্যেও একটা ফাঁপা অহঙ্কার লুক্কায়িত।
যে যা ভাবছে ভাবুক,তাদের ভাবনাকে শুধরে পাল্টানোর দায় তোমার নয় ভেবেই নিজের কাজে মনোনিবেশ করা খুবই জরুরী….
উত্তর দিলেও সেসব যুক্তি মুখ থুবড়ে বরং
ক্রমশ উত্তেজনার পার বাড়াতেই থাকে..
বুঝিয়ে সময় নস্ট করার থেকে অবুঝ সমালোচক দের নিজের মতো ছেড়ে দাও…
সময় ও শুন্যতা সবকিছু সময়মতো বুঝিয়ে দেয়..
আজ যারা অহংবোধের চূড়ায় তোমার যাকিছু ভালো গুণাবলী পদ দলিত করতে উঠে পড়েছে,
যার ফলশ্রুতিতে মনের মধ্যে অপ্রত্যাশিত চাপ..
অভ্যস্ত না হলেও অবজ্ঞা করার পন্থা শ্রেয়,যা অনেকটা মানসিক শান্তি আনবে মনে….।
ভুল বুঝে,আত্ম পর্যালোচনায় হাত বাড়ালেও
তুমি হয়তো ভালো কিছু কর্মের সুবাদে আপন লক্ষ্যে অবিচল থেকে তখন বহু যোজন দূরে….