হে তনুজা,হাতে কিসের ধ্বজা, গর্বিত নারী স্বাধীনতা?
সর্ব সুখে নিষুপ্ত,চিরসত্য লুপ্ত,পরোক্ষে শৃঙ্খলিত পরাধীনতা।
শুধুই বাগাড়ম্বর,মিথ্যার আড়ম্বর,লুক্কায়িত ছলনায় হৃদয়ে অগ্নিসঞ্চার,
পরকীয়ার মখমল,মিথ্যা প্রেমে ঝলমল,কে করবে বিচার?
কাজেতে লবডঙ্কা,চতুর্দিকে শঙ্কা ,বাতাসে খেলা করে অশনি-
একমাত্র সাঁকো,কারিগরি দেখ ,জীবন ভেজাল ধরতে শেখেনি ।
বুদ্ধির খেলাতে সুনিপুন,অন্তিমে টাইফুন,আরও বাকি আছে-
বিশ্বাস লোপাট,ঈশ্বরের দোরে কপাট, ভক্তিবাদ ফুরিয়ে গেছে ।
পেটেতে আগুন, দেখি জ্বলছে ফাগুন,নিগূঢ় রাতে ব্যভিচার,
শঠ ও প্রবঞ্চক, বিষয়ও পঞ্চক, প্রচারিত হবে সমাচার।