ঘুমায় চেতনা সমাজ অন্ধ স্বদেশ দুর্বিপাকে,
অবক্ষয়ের পঙ্কিল ধোঁয়া সর্পিল বাঁকে বাঁকে।
রন্ধ্রে রন্ধ্রে দেখো বেড়ে চলে মনুষ্যত্বের ক্ষয়,
ক্ষমতালোভীর অসাধুচক্র সুনীতির পরাজয়।
লজ্জাহীন অধঃপতন আর অসংখ্য ধিক্কারে,
ভূলুন্ঠিত মানবতা আজ অজস্র অনাচারে।
এসো আজ জাতি জাগো জনরোষে, বলিষ্ঠ হুংকার
মুছে যাক কালো, জোয়ারে ভাসুক নগর ও বন্দর।
জ্বালবে মশাল রুখতে হবে, বজ্রকঠিন পণ,
অবক্ষয়ের ভিত ভেঙে দাও সাহসী নবীন প্রাণ।