বাবার ঘরের আদরের দুলালী হঠাৎ একদিন বড় হয়ে যায়;
শেষ হয় তার পুতুল খেলার দিনগুলো;
একটা অন্যরকম আনন্দ ছিল সেই খেলনা- বাটির দিনগুলোতে….
তখন সে ছিল বাবার ঘরের লক্ষী;
ছিল ভালবাসায় মাখামাখি একটা বিশুদ্ধ মন;
ছিল বর্ষায় ভিজে রঙিন কাগজের নৌকা ভাসানো;
ছিল মায়ের বকুনি, বাবার আদর;
বন্ধনহীন বাতাসে ভেসে বেড়ানো ছিল;
সেই দিনগুলো আজ হারিয়ে গেছে জীবন থেকে;
তার পুতুলের বিয়ে দেওয়ার দিন সাঙ্গ;
সে নিজেই আজ অন্য ঘরের বউ;
দু চোখে তার রঙিন স্বপ্ন সাজানো;
কিন্তু এ যে এক অন্য জগত;
এখানে শৈশবের সেই মধুর দিনগুলো শুধুই সুখের স্মৃতি হয়ে আছে;
মন খারাপের অবসর এখানে নেই;
নেই সেই মিষ্টি ভালোবাসার বাঁধন;
পড়ে আছে নিয়ম-শৃঙ্খলা বাধা বেদনার্ত প্রাণ;
তার শরীরজুড়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে কিছু কর্তব্যের প্রতিশ্রুতি;
আছে শুধু নাট্যমঞ্চের মেকি অভিনয়;
যে ছিল একদিন বাবার ঘরের রাজকন্যা;
বাবার ঘরের লক্ষী;
আজ নিয়তির পরিহাসে সেই মেয়ে হয়ে গেছে অপয়া-অলক্ষী….
সময়ের স্রোতে আজ সেই ছোটবেলার পুতুল খেলার দিন গুলো হয়েছে ম্লান;
সোনালী স্বপ্নগুলো আজ হয়ে গেছে ফিকে;
জীবনের হারানো দিনগুলো আজ শুধু বেদনার স্মৃতিতে আছে জড়িয়ে….!!!