যা হবার নয় তাতে কিছু ময়লা মিশিয়ে
প্রগতির সুউন্নত ধ্বজা তুলি,
কি উল্লাসে অট্টহাস্যে বাজে দামামা ঝাঁ ঝাঁ!
দিকবিদিকহীন, নেই কোনই কুছপরোয়া-
ডাইনে যাচ্ছি, গটগটিয়ে বাঁয়ে হাঁটছি
কখনো পূবে, কখনো বা পশ্চিমে,
এমনকি নৈঋত-ঈশান কোণে বসিয়ে নিজেকে
দিনাতিপাতে কোনই প্রত্যুত্তর পাই না খুঁজে।
গরীব-গুর্বো দীনদুঃখী আমজনতার সামনে
প্রবাদ-প্রতিম এক পুরুষাকার হাসছে কাঁদছে,
হাঁটুমুড়ে সাংসারিক তসবিরে তুখোড় অভিনেতা-
দাও দাও, আরো আরো দাও,
উথলে উঠুক তরীখানি অবিশ্বাস্য বিলাসিতায় মুড়ে।
এতকাল যা যা অপ্রাপ্য ছিল,
তাই নিয়ে মহাসুখী ভাবনারা মহা সোরগোলে
পথটি পায় বাঁচবার অবাধ্য হাহাকার মুছেই।