তুমিতো দাঁড়াওনি কাহারো লাগি সেদিনের ব্যথা গৃহে
আমি শান্ত নিবিড়তার প্রকাশ্য সমাবেশে; সমারোহে;
স্বার্থের সাথে তুমি আত্মীয়তা বেঁধেছ
ব্যথার বাজারে আমি এক শুকনো মাঠের মাটি
করিতে পারি নাই নিজেরে পরিপাটি
করিতে পারি নাই নিজেরে বিকি-কিনির মস্ত ঘাঁটি,
কুহেলিত গণদেবতা সস্তার চাদরে আমাকে রাখে ঢেকে
ভগ্ন অঙ্কুর নিমেষের ভঙ্গুর প্রকাশ্য চিত্রে মানবতা খসে পড়ে
ভাঙ্গা বাড়ীটার উপরে স্বাধীন পাখিটা স্বাধীন সুরে পরাধীনতার কথা যাচ্ছে হেঁকে,
মধ্যরাতের সাথে ভোরের কালো কাক ও কোকিলের সুর বড় বেমানান
বেমানান দিনের আলোর মাঝে আমার এই—–
ফুটো-ফাটা জীবনে জড়িয়ে দেওয়া এত সম্মান।