অপেরার কুশীলব সবাই সেজেছে আপন খুশিতে আপন ঢঙে
হ্যাজাক নেই পেট্রাম্যাক্স নেই নেই কোন নিয়নের বাতি
পুরোপুরি সেজেছে ঢঙী চাঁদ সূর্যের থেকে আলো নিয়ে
এখন অপেরা হবে এই বনানীর আঁচলে এই বনস্থলে
সদ্য যুবতীর প্রেমের নিবেদনের চোখের মত নদী চলেছে একটু দূরে
মাঝে মাঝে উঁকি দিচ্ছে পাহাড়ে র লাস্যময়ী ঝরণা
অপেরাতে সেও পার্ট করছে কি না !
ব্রিজের নীচে নদীর পাড়ে বিকিয়ে যাচ্ছে পূণ্য
লরিতে বোঝাই হচ্ছে ধর্ম
দিনূর মেয়ে একথালা মাংস পেয়েছে ঈদের
চাল কোথায় ? আমিনার কথায়
দিনু তখন বহুদূরে র
ছোট্ট মেয়ে টা রোজ ঈদের চাঁদ কে পেতে চায়
অবাধ্য যৌবনের কাছে হারে রোজ
সুষমা ছিন্ন বসনে
নদী বয়ে যায় নিরন্তর
হতাশায় দাপায় কৃষকের দল
রাজা তখন ঘরের ঠান্ডা আরো বাড়ায়
জীবনের ধর্ম তখন বিকায় তিন টাকায়
অবনীর এইসব গল্প নিয়ে দোর্দন্ডপ্রতাপে পূর্ণিমা রাতে
সঙ্গীতাকে সঙ্গে নিয়ে গল্প লেখে প্রকৃতি
নিবেদন নয় বন্দনা নয় শুধু লেখে পলাশ রাতের গল্প
এখানে অপেরা হবে এই বনানীর অঞ্চলে এই বনস্থলে
প্রকৃতির নির্দেশনায় ।