“খোল খোল দ্বার
রাখিও না আর
বাহিরে আমায়”…
সাধিকা তারই অপেক্ষা করে
আছে যে সে মন মন্দিরে
অনুভব করে শুধু অন্তরে
যদিও নেই সে অনেক দূরে।
তার যশ মান খ্যাতি
করবে কেন আরতি?
মনেই সে ছিল পূজিত
মন তাকেই তো খুঁজত।
দেহারতি করি তার রাতে
মনের আরতি করি প্রাতে।
দেহ মন হারায় যেন স্রোতে
দুঃস্বপ্ন আসে মনঃকোকনদে।
খুলি খুলি দ্বার
রাখি না যে আর
অপেক্ষায় তোমায়।