এক সমুদ্র জল হতে চাওয়ার স্বপ্ন
ফোঁটা ফোঁটা এক বিন্দুতেই শেষ !
প্রখর রৌদ্রে ফুটি ফাটা সম্পর্কের মানব জমিন,
তবু আহ্নিক গতির চাতক অপেক্ষায়,এই বুঝি
ঝিম ঝিম বৃষ্টি স্নাত বালিকার নুপুর ধ্বনি !
নখে স্ফটিক ছাপ বার্তায় উড়ে যায়
এক ঝাঁক সাদা বক, ভাসছে বাঁশুরিয়া সুর।
গরুর গলায় মানতের ঘন্টাধ্বনি,ঘুমিয়ে পড়া
আলপথ জাগিয়ে সাপ লুডো খেলতে বসায়।
নিঃসঙ্গ জাদুগর হয়ে আমার কৌতুহলি দৃষ্টি ,
এই বুঝি দর্শকাসনে অনন্ত অপেক্ষায় ,তোমার
আগমন, এক ঘটি বিশুদ্ধ জল হয়ে।