আমাদের কথা বলা আর ঘন হয়ে ওঠা
সম্পর্কগুলো পাতার মর্মরের মতো স্মৃতি হয়ে
বাজতে থাকে হাওয়া ও বাতাসে
প্রতিটি দিন ও রাতের যাপন মুহূর্তগুলোও যেন
পদ্ম পাতার টলোমলো জলের মতো আচমকা
গড়িয়ে পড়তে থাকে অদৃশ্য আড়ালে
অথচ তার যা কিছু আমাদের জরুরী ছিল খুব
ছিল আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে চারপাশে
কিছুতেই পাচ্ছিনা তাদের হাজার খুঁজে
অদ্ভুত উচ্ছ্বাসে কেঁপে কেঁপে ওঠা পাহাড় ও মেঘ
পরস্পর এক ঢেউ নদীর মুখোমুখি অভিসারে এসে
বিদ্যূতের মতো চমকে দিয়ে নিমেষেই মুখ ঢেকে
লুকিয়ে পড়ল অন্য কোথাও
দু’চোখে স্বপ্ন ও দুঃস্বপ্নের কিছু মুহূর্ত নিয়ে
অন্তরঙ্গ জীবনটা আমাদের দিকেই ছুটে আসছিল
যেন হন্তদন্ত হয়ে ঘেমে নেয়ে
আমাদের দু’চোখে তখন রূপকথার পুরু কাচের চশমা
আমরা তখন কান দিয়ে মাটি ও আকাশের
উত্থান দেখছি আর আমাদের মুখোমুখি এসে
সময়ের হাত ধরে বড় করে নিঃশ্বাস ফেলছে জীবন
আমাদের খুঁজে না পাওয়া কথা আর সম্পর্কগুলোর ভেতর
যে সব ঘনিষ্টতাগুলো ছিল তার পাশাপাশি
দিন ও রাতের যাপন মুহূর্তগুলোর ভেতর
যে সব ভালোলাগাগুলো ছিল
ভুল উচ্চারণ আর ভ্রান্ত সমারোহের দৃশ্যপটে
তারাও এখন আক্ষেপ ও বিষাদে আছড়ে পড়ছে
এলোমেলো দূরন্ত হাওয়ায়
আমরা ক্রমশঃ নতুন একটা সময়ের দিকে যাওয়া
সড়ক পথের বাঁকে এগিয়ে যাচ্ছি ক্রমাগত
যেখানে গাছের ডালে নিঃঝুম পাখিরা ডানা ঝাঁপটায়
যেখানে স্থির হয়ে আছে আমাদের জন্ম ও পুনর্জন্ম
আর চোখের পলক পড়া মুহূর্ত ঘিরে
আমাদের অভিযাত্রার নতুন অপেক্ষা ।