একদিকে ঘন জমাট বাঁধা অপেক্ষার শীত,
আর একদিকে নামছে বৃষ্টি।
অসময়ে নেমে আসছে সন্ধ্যা,
দিন কেন নিয়েছে ছুটি?
তুমি ফিরছো ধান জমির আলপথ ধরে।
কলসি কাঁখে নিয়ে বেনেবউ চলছে দুলে,
দূরে ওই হুইসেল বাজিয়ে ট্রেন যায় ছুটে।
স্মৃতি মাখানো গোধূলির বেলা ফিরে ফিরে আসে,
প্রতীক্ষার প্রহর গুনি, আনমনা এই মনে।
সুজন ঘরে ফিরো সাবধানে।
তোমায় বলছি না ভালোবাসতেই হবে,
আদর আপ্যায়ন করতে হবে।
অনেক কথা অনর্গল বলতে হবে।
প্রেম থেকে থাকি তাই শত যোজন দূরে!
শুধু ভিতর থেকে হৃদয়ের দরজা রেখো খুলে,
অপেক্ষা টুকু থাক তোমার মনের গভীর অন্তঃস্থলে!