সারা বেলা গেলো কেটে
বিকেলবেলায় তাই…
সারাদিনের ক্লান্ত এ মনে
তাকেই পেতে চাই !
বিক্ষিপ্ত ওই মেঘরাশি
আকাশের গায়ে গায়ে ,
মনটা শুধু ছুটতে যে চায়
অজানা ঠিকানায় ।
গাছে-গাছে পাখির কূজন
করুণ এক তানে ,
এখনও তো হয়নি মিলন
মনটা কেবল টানে ।
দূর গাঁয়ের ওই নববধূ
ভাবে বসে মনে…
দিবস শেষে আসবে সখা
মিলন হবে ক্ষণে ।
স্ফটিক জলে ডুবিয়ে তনু
আপন ছায়ায় দেখি ,
বিরহ বিধুর মিলন মধুর
লাজে মরি একি ।
অনন্ত সুখ, অনন্ত দুখ
সবই মনের কোণে ,
জনম হতে জন্মান্তরে
বইব আপন মনে ।