তুমি ত ভালবেসে আলোকলতা ঝুলিয়ে ছিলে
দরজায়, ভ্রুমধ্যে বিশ্বাসের টিপ জ্বেলে তখন,
দেখ, কত দেরী হয়ে গেল, মিছিলে ছয়লাপ
শহর-মৃত্যুর মিছিল, অজস্র বিশ্বাস মরে গিয়ে
লম্বা মিছিল-যানজট-ব্যর্থ প্রতিশ্রুতি। বাসের
জানালায় হাসির ঝিলিক তুলে ভুলিয়ে রাখল
কিছুক্ষণ ।তোমার আমার মাঝে সেতু ক্রমে
দীর্ঘতর হল।
কি করে বোঝাই বল আমি ত তেমনই আছি
যেমন দেখেছ সকালে- তরতাজা প্রেমিক যুবক,
লোভ আমাকে লুঠ করে নেয়নি, এখনও
অহংকার পরায় নি লোলচর্ম বৃদ্ধের শরীর—
এখনও হৃদয় জুড়ে প্রবল প্রত্যাশা, ভালবেসে
ধন্য হব বলে।