সবাই বলে প্রতিবাদ করতে সাহস লাগে—
দাউ দাউ করে পুড়তে দেখেছি যন্ত্রনার জতুগৃহ,
স্নায়যুদ্ধের স্পন্দিত হৃৎ-কম্পন ঘিরে
শুনেছি কবরের তীব্র আর্তনাদ,
কোলাহলের বিদর্ভ শহরের নির্জন নিস্তব্ধতায়
গুপ্তঘাতকের সক্রিয় চিত্র দেখেছি,
শিশির ভেজা কুহেলিকার শরীরে
আবর্জনার নগ্নতা ফুটিয়ে তোলা বিবর্তনবাদের
কালজয়ী ভাস্কর্য দেখেছি পাপচিত্রের ইতিহাসে।
তবুও মুখ বুজে থেকেছি মাকড়সার জালে পতঙ্গের আজন্ম আতঙ্কের মত—
সহস্র প্রতিবাদী দরজায় পুঁতেছি কালের শেষ খুঁটিটা,
আর প্রাণহীন চরে বসে থেকেছি
একটা হঠাৎ বিস্ফোরণের অপেক্ষায়,
দিন গুনেছি, যেদিন তুষার ঢাকা তুঁষের আগুন
এফোঁড়-ওফোঁড় করে ফুটিয়ে তুলবে
ধ্বংসের স্থির অথচ নির্বাক ছায়াছবি।