পূর্ণশশী ভরা আলো চমক ধরায়
পৃথ্বী ভাসে সোনা রঙে,
দেমাকি রূপসী চাঁদে জোছনা ভাসায়
অপরূপা, এ কি ঢঙে।
রূপোলী আলোর পাত ঝিকিমিকি করে
নদী জলে মোহ মায়া,
নৌকা চলে ধীরে ধীরে জলে মায়া ভরে
চাঁদের আলোর ছায়া।
অপরূপা শশী যেন ঝলসানো রুটি
ক্যানভাসে ওঠে হাসি,
চিত্রকরের পাতায় রং তুলির টানে
মূর্ত হয় রঙে ভাসি।
তোমার দেমাকি রূপে তারা ম্লান হয়
মিটিমিটি রূপে নত,
জ্যোৎস্না হাসছে ঝরে মুক্তো পড়ে খসে
নারী সব করে ব্রত।
চকোর চকোরী পান করে অবিরত
জোছনায় পাখা মেলে,
প্রেমিক প্রেমিকা মাতে আনন্দের গানে
জোছনায় অঙ্গ ঢেলে।
দেমাকি চাঁদের আলো থাকি মোরা মেতে
অমাবস্যা নহে চাহি,
পূর্ণ শশী বেঁচে থাক জীবন মাঝারে
ভালোবেসে গান গাহি।