অপার তোমাকে স্বাগত জানাতে আমি
এই যে প্রাচীন ছায়ার নিচে দাঁড়িয়ে
নতজানু হয়ে শিরচুম্বন চেয়েছি,
জানি এখানে অপরাধ ঢের রয়েছে
জানি তবু আছে ক্ষমার পাত্র পূর্ণ।
অপার তোমার প্রভাতের কাছে এসে
ধুলোয় ধুলোয় যে বাসনা ছিল সুপ্ত
নিবিড় আলোয় পথ হেঁটে বহুদূর
করতোয়া জলে দেখেছে পথের বিভা।
অপরাহ্নের আলোর আভাস নিয়ে
এই পথ এই প্রান্তর রেখা ধরে
জীবনের খেয়া পৌঁছে গিয়েছে কবে,
উত্তরণের নব আয়োজন দিনে,
পথিকের শেষ দিশাহীন আশ্রয়ে।