(আমার) ঘর এখন বড় হচ্ছে
জানলা দরজা ত্যাগ করছে
শেষ নিঃশ্বাস
খুন হচ্ছে হিংস্র দেওয়াল
যাপন ভেসে যাচ্ছে
আলোর তোড়ে
চেনা খাঁচায়
তোমাকে চেনা যায় না
এ অনন্তের মাঝেই
তোমার স্বাদ নিতে চাই
(আমার) ঘর এখন বড় হচ্ছে
জানলা দরজা ত্যাগ করছে
শেষ নিঃশ্বাস
খুন হচ্ছে হিংস্র দেওয়াল
যাপন ভেসে যাচ্ছে
আলোর তোড়ে
চেনা খাঁচায়
তোমাকে চেনা যায় না
এ অনন্তের মাঝেই
তোমার স্বাদ নিতে চাই