হয়তো আর কোনো দিন দেখা হবে না আমাদের
কথাও হবে না একটাও।
অনেক গুলো বছর পার হয়ে গেছে তোমাকে চিনতে !
অনেক দিন ধরে মুখ বন্ধ করে থাকতে থাকতে কথা বলতেই ভুলে গেছি।
বোবা হয়ে গেছি।
তাই আর যদি কখনো দেখা হয় আমাদের কথা হবে না।
আসলে কথা বলার ইচ্ছা শক্তিটাই ক্ষীণ হয়ে এসেছিল।
তবে একসময় অনেক কথা সঞ্চিত ছিল এই মনের মধ্যে !
আজ আর নেই জঞ্জাল সাফ করার মতো পরিষ্কার করে ফেলেছি।
অবশিষ্ট রাখিনি কিছুই।
নদী যেমন তার চলার পথের বাধা অতিক্রম করতে না পারলে গতিপথ পরিবর্তন করে।
আমিও আজ সকল বাধা উপেক্ষা করে পরিবর্তনের পথ খুঁজে নিতে অগ্রসর হয়েছি।
আজ আমি অন্য পথের পথিক ,
এবার ঠিক মোহনা খুঁজে নেব।