এ পথ দিয়ে রোদ হাঁটেনি অনেক দিন হল
তৃষ্ণার্ত
শরীর মন জুড়ে শুকনো পাতার ঘ্রাণ
সোমেশ্বর কিছু বই দেবে কথা দিয়েছিল
দিল কই?
আলো-পথ গুলো বন্ধ হল
এখন আর কাব্য লিখিনা
শব্দ গুলো এলোমেলো হয়ে
আয়না ভেঙে দেয়
সময় থমকে গিয়ে
মনখারাপদের উৎসব
চোখ নিঃশব্দে ঝিলম হয়েছে
এ পথ দিয়ে রোদ হাঁটেনি অনেক দিন হল
তৃষ্ণার্ত
শরীর মন জুড়ে শুকনো পাতার ঘ্রাণ
সোমেশ্বর কিছু বই দেবে কথা দিয়েছিল
দিল কই?
আলো-পথ গুলো বন্ধ হল
এখন আর কাব্য লিখিনা
শব্দ গুলো এলোমেলো হয়ে
আয়না ভেঙে দেয়
সময় থমকে গিয়ে
মনখারাপদের উৎসব
চোখ নিঃশব্দে ঝিলম হয়েছে