টুপটাপ অন্ধকার ঝরে বুক জমিনে
উড়ে গেছে শ্বেত পায়রা বহুদূর
নীরবে চিঠি জমিয়েই তো এসেছি এতো পথ
নোনা পাাহাড় ঢেকেছি তুলোর আদরে
ফুটন্ত ভাতের গন্ধে
কাব্য খুঁজি…
পাগল হই
বহু সখ হত্যা করে
….বেঁচে আছি
অথচ
মৃত্যুদণ্ড দেওেয়ার লোক নেই
চাঁদ হাসলেই
ডানা মেলে
শ্বেত পায়রা
বন্ধ পথে ছড়িয়ে দিই
অসংখ্য রুপ
মুক্তি