অন্ধকারের ডিম্বাণু তানে অভিলাষী শুক্রাণুর গান
আপেলের অভিকর্ষ টানের মতোই কী তীব্র , নিউটন !
কংসের ধ্বংসস্তুপের উইক্ষেতে অর্ফিয়াস ফুল
ফুটবার সম্ভাবনা কতো, হাইজেনবার্গ !
পুঁজির পিত্তথলির গর্ভে লকলকে মুনাফার শূলে
কবে চড়বে ম্যালিগন্যান্ট মৃত্যু , হে মহান মার্কস !
মুর্তিমান ঊনমানবগণের সম্পূর্ণ বিবর্তন
দেখবেন বলে আজও অপেক্ষমান মানব ডারউইন ।
সুপারম্যানের হনুঅবতারগন পৃথিবীর প্রতিযোগী
মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন , নিৎসে আপনি কী সুখী !
লিটিলম্যানের জুতো আজও সেদ্ধ করে খাচ্ছেন চ্যাপলিন ।
সিজারের ভূত ঘোরে ভল্গায় জর্ডন জলে…
লাল সাদা নীল গৈরিক খোলসের ঢং চরাচরে ।
সত্যদ্রষ্টা কবি শেক্সপীয়ার লিখেই চলেছেন ।
ও ফ্রয়েড , কুসুমের মনই শরীর , জানো না বুঝি !
তবে যাও কপিলা ও কুবেরের কেমন সন্তান
হয় দ্যাখো , ধর্মহীন ময়নাদ্বীপের নক্ষত্র আলোয় ।
বিশ্বমানবতার ভরা ব্রিগেডে গান গাইছেন রবীন্দ্রনাথ
” আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ “