একদিন ভ্রষ্ট রাজা হব
উত্থান-পতনের মাধ্যমে সাজাব আমার রাজত্ব,
আর অঙ্গুলের স্বাক্ষরে জমিয়ে তুলব
বিশাল ধ্বংসের ইতিহাস,
গড়ব বিনাশের উৎসব।
হাজার আলোর রোশনাই ঢাকবে এক নিরালোক ক্লান্ত ঝড়ে, বিদায় জানাবো ধূমায়িত রিক্ত প্রান্তর,
সানন্দে ত্যাগ করবো নিশাক্রান্ত বিষণ্ণ বলাকা,
আকস্মিক দুরাশায় ফুটবে সুখের ক্রন্দন।
চূর্ণ-বিচূর্ণ রৌদ্র রশ্মিকণা পুষ্প বৃষ্টির মত পড়বে ঝরে
সকল আনন্দের মূর্ছনা ভঙ্গ করে,
শতাব্দী প্রাচীন সাঁকোর শরীরে বুনো গন্ধ এলিয়ে
স্যাঁতস্যাঁতে পিছলা আস্তিনের ভূমিস্বর্গে
রাখব ধরে ক্ষতবিক্ষত ভৈরবীর ঝংকার,
আর হৃদয়ের নিভৃতে গোপনে লুকানো থাকবে সচেতন মন,
জীবন্ত কবর ভূমিতে দগ্ধ সদ্যপ্রয়াত পোড়া কাঠ
লিখে রাখবে শতাব্দীর নোঙর বিহীন জীবনযুদ্ধের আত্মকথন।