অন্তসত্ত্বা শ্যামলী
যে কোন দিন শ্যামলীর ডেলিভারি হবে।কি যে হবে!!বয়স হয়েছে বাচ্চা হতে গিয়ে শ্যামলীর প্রাণটা না চলে যায়।
অফিসের বড়বাবু বলেন তাই দেখছি আপনি অন্যমনস্ক।কোথায় বাচ্চা হবে?
ঐ দেখুন বাড়ি থেকে ফোন আসছে।
ও শ্যামলীর লেবার পেন উঠেছে।
আপনি যাবেন কি করে?চলুন আমিও যাচ্ছি,আপনার কোনো উপকারে লাগতে পারি।
না স্যার আগেরবার বকনা হলো আমি ডেলিভারি করেছি।
বাড়িতেই বাচ্চা হয় আপনার?
ধুস আমার কেন হবে স্যার??
আমার শ্যামলীর বাচ্চা হবেতো!
আপনি আর আপনার শ্যামলী একইতো হলো।
কিযে বলেন স্যার ও আর আমি এক হয় কি করে।
দাঁড়ান স্যার আবার ফোন আসছে।হ্যাঁ কি হলো?আমাদের শ্যামলীর লক্ষী,সরস্বতী এসেছে ।
স্যার আর্ধেক কথা শুনে বলে জোড়া লক্ষী,সরস্বতী।আচ্ছা আপনারতো চাকরি আছে চার বছর?
হ্যাঁ স্যার কুছ পরোয়া নেহী।
নেপাল বাবু চলে যান আপনাকে নাড়ী কাটতে হবে!!!
তা বৌ পারে।
বাবা আপনাকে যত দেখি অবাক হয়ে যায়।আপনার বৌ নিজের নাড়ী নিজেই কাটবেন?
না শ্যামলীরটা কাটবে।
ও আপনার বৌ শ্যামলী নন?
না স্যার ।
তাহলে শ্যামলী কে?আপনার মেয়ে??
ঠিক বলেছেন স্যার ও আমাদের মেয়ের মতো।
মানেটা কি?আপনার বৌ ও নয় মেয়েও
নয়!!
বেঁচে থাকার জন্য দুধ খেতে লাগে।শ্যামলীর দুধ আপনাকে খাওয়াব স্যার।
স্যার বলেন আমার শরীর খারাপ লাগছে আমিও বাড়ি যাব।
গ—রু স্যার।
হ্যাঁ বুঝেছিতো বহুকষ্টে।