বলব বলব না করে বলে ফেলো
লিখব লিখব না বলে লিখে ফেলো;
শুনবো শুনবো না বলে শুনে নাও
যাব যাব না বলে চলে যাও;
খাবো খাবো না করে খেয়ে নাও
হাত বাড়াবো বাড়াবো না ভেবে হাতটা বাড়াও;
কথার ভাজে কথাগুলি না পেঁচিয়ে এদিকে তাকাও
কল্পনার জগতে না বসে থেকে বাস্তবের সহিত নিজেকে মেলাও;
অত কিছু বিচার বিশ্লেষণের অপেক্ষায় না থেকে সিদ্ধান্ত নাও
সব বিচার বিশ্লেষণ সঠিক মর্যাদা পাবে ও কথা ভুলে যাও;
মন দিয়ে মনের দিকে তাকাও
জীবনের চৌকাঠে দাঁড়িয়ে জীবনকে বাঁচাও;
অবুঝের মতো বেঁচে আছি বলে মরে যেও না
অতি চালাকের মত সবকিছু বুঝেও সব জলাঞ্জলি দিও না;
সাবধানতার কোন বয়স নেই ;বয়স নেই কোন ঠকবার
সময় করে নিজেকে গড়ো;কর প্রতিষ্ঠা আরও একবার;
কবিতায় মাথা রাখলাম; তাই কথা বাড়ালাম না
বহুদিন আগেই তোমাকে হারাতে পারতাম
তুমি আমার চির আপন তাই তোমাকে হারালাম না;
কথা শোনো; ফিরে এসো; ফিরে এসো তুমি আর একবার
চেতনায় বিপ্লব ঘটাবো তুমি আমি; চলো যাই হাত ধরি সবাই সবার।