অন্তরের অজন্তায় অঙ্কিত
অপরূপার অনুপম অবয়ব
অদ্যাপি অক্ষয় অম্লান।
অক্ষিতে অমনি অঞ্জন ,
অধরে অলক্তরাগ ;
অলকে অবরুদ্ধ অসিদ অম্বুদ।
অন্তর অরবিন্দে
অহর্নিশ অজস্র অলির অনুরণন।
অপরূপার অকাল অন্তর্ধানে
অকিঞ্চন অন্তর অধীর।
অমোঘ অদৃষ্ট অশনির অনলে
অন্তর অঙ্গার।
শব্দার্থ : অসিদ- কালো , অম্বুদ- মেঘ