যৌবন যুদ্ধের মিছিলে অথবা
অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে
জীবনের রাজপথ জেগে থাকে তীব্র বেদনায়,
খুশির কান্না ভেজা নগরীর উদ্দীপনায়
বিলীন পঙ্কিলতার সকল গ্লানি।
নিস্তব্ধ রাজপথের শিরায় শিরায়
ছড়ানো-ছিটানো পড়ে থাকে ভালোবাসা,
পড়ে থাকে উপেক্ষিত সড়কের স্থবিরতায়।
একটা অসতর্ক মুহূর্ত প্রিয় ভালোবাসার প্রলোভনে…
জড়িয়ে থাকতে চায় চটা উঠা
এবড়ো-খেবড়ো ইঁটের পাঁজরে।
উৎকৃষ্ট সময় বয়ে যায় আপনজনের অভাবে
প্রজ্জ্বলিত প্রদীপের নিচে
জ্বলতে থাকে তাসের খেলা ঘর,
অনাবিল আকাশের শূন্যতায়
উড়ে বেড়ায় অস্তিত্বের স্বপ্নঘুড়ি…
জীবনের কাঁটা তারে আপনজন
থেকে যায় অন্তমিলের অপূর্ণতায়….।