নীলিমা জুড়েই নীল জীবন
ফাঁক খোঁজে অবসরহীন অন্বেষায়
তোমার রক্ত শূন্য ঠোঁটে।
এই মুহূর্তে ঝড় ওঠে
নড়বড়ে ,ভাঙাচোরা নীলস্বপ্নে
নতুনের আস্বাদ খুঁজি তোমার শরীরে।
ধ্বংসের আবর্তে নীলকণ্ঠ পাখি হতে সাধ যায়
অজান্তে ,মগডালে দুলছে-আকাশের চাঁদ,
আবরণ খসে জ্যোৎস্নারেণু প্রেম হয়ে ঝড়ে অন্তরে।
বিনিময় শিখিনি তো, সত্যের মুখে মুখোশ এঁটে
নীলাকাশের দমবন্ধ, মৃত্যুর পরোয়ানা হাতে-
একবার তোমার পড়ন্ত শরীরের ঘ্রাণ নিতে স্বাদ জাগে।