যদি আবার একটা যুদ্ধ হয় এই গ্রহে?
যদি নীল রঙের এই পৃথিবীটা;
ক্রমশ বদলে গিয়ে লাল হলুদ বা গোলাপি রঙ মেখে নেয় গায়ে?
জীবন্ত যা কিছু ••••
যদি যাদুকাঠির ছোঁয়ায় পাথরের মতো প্রাণহীন হয়ে যায়?
বতর্মান আর ভবিষ্যতের দ্বন্দ্বে যদি অস্তিত্বের ধর্মসংকট ঘনিয়ে আসে?
জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বারবার ভুলের মাসুল যদি এবারেই গুনতে হয়?
পৃথিবীর সব জলরাশি যদি ঢেউ হয়ে ছুটে আসে সুনামির মতো?
কিম্বা লক্ষ উল্কাপাতে দগ্ধ হয় সব শ্যামলিমা?
তবে কি আর একবার ফিনিক্স পাখির মতো নতুন প্রাণ ফিরে পাবে,
আমাদের এই প্রিয় পৃথিবীটা???
