আকাশের কাছাকাছি তোমাকেই দেখিয়াছি
জীবনের ধ্রুবতারা সাজে।
সেই থেকে আজ অবধি অনিমিষে চেয়ে আছি
অগনিত নক্ষত্রের মাঝে।
যদি তারা খসে পড়ে দুর্নিবার পৃথিবীর টানে
অপার রহস্যে ভরা তারাদের খসে পড়া
পৃথিবীর সবুজ বাগানে।
জীবনে অমোঘ মায়ার টানে, সময়ের ব্যবধানে
বুঝি কেউ আসে নেমে
পৃথীবিতে সেই সন্ধিক্ষনে।
অবাক বিস্ময়ে তাই আজও তারা খুঁজে যাই
যদি তার দেখা পাই
এ মহা গগনে।
আলোক বর্তিকা হাতে তুমি এসেছিলে সাথে
শান্তি আর সাম্যের জয়গান,
জেরুজালেমের পথে বেথলেহেমে একরাতে
আস্তাবলে তুমি এলে মৃত্যুহীন প্রাণ।
জোসেফ মেরীর কোলে এসেছিলে আলো জ্বেলে
সে আলোর প্রভা শত নক্ষত্র সমান।
বিশ্ব চমকিত হয় দেব শিশু এ ধরায়
দুঃখ দৈন্যে ক্লিষ্ট প্রাণ সুধামৃত পায়।
তোমার আশিস বাণী শোক দুঃখে সুধা মানি
তোমার শরণে ধায় ব্যাকুল পরাণ।
লহ শ্রদ্ধা ও প্রণাম
হে প্রভু তোমার ধাম
কোটি কল্পে উজ্জীবিত স্বর্গের সমান।
বাঁচাতে আর্ত প্রাণ হও প্রভু আগুয়ান
মুগ্ধ মর্ত জনগণ তুমি দেব কল্প প্রাণ
তোমার আশীষে হোক মুক্তি ধারা স্নান।।