মেঘে মেঘে ভেসে আসো তুমি হেসে
শারদীয়া পূজা তরে,
নীলাকাশ জুড়ে. সোনা রোদে মুড়ে
শরত আকাশ ভরে।
শেফালিকা ফুলে বনে কাশ দুলে
শতদল জলে ফুটে,
মৌমাছি যত ভ্রমরেরা শত
ফুল বাগে অলি জুটে।
ওগো মা ভবানী পতিত পাবনী
সপরিবারের সাথে,
ধরার বুকেতে আসবে সুখেতে
মহাদেব লয়ে মাথে।
ছোটো ছেলেমেয়ে ফুল গাছ বেয়ে
তোলে ফুল পূজা লাগি,
পাঁচ দিন ধরে মণ্ডপে ভরে
দর্শনার্থী জাগি।
ঢাক ঢোল বাজে বঁধূ যত কাজে
ধূপ ধুনা ম ম করে,
মনেতে ছন্দ বুকেতে নন্দ
অনুষ্ঠানের পরে।