কে কার থেকে বেশি বোঝে
কে কার থেকে? কাজ খোঁজে,
কে চন্দ্র সূর্য তারাকে ইশারায় ডাকে,
কে ভালোবাসায় স্বার্থের গন্ধ রাখে ।
তবু আমি তার কথা বলে যাব বারবার
তবু নতুন ঠিকানায় চিঠি দেবো হারাবার,
তবু শূন্যতায় ধরে থাকবো তার হাত
তবু ভাগ্যের পাশা খেলায় হবো না মাত।
নাইবা আসলে তুমি সময় মতো
নাইবা পাশে থাকলে অবিরতো,
নাইবা গান গাইলে বিশুদ্ধ বেহাগ
নাইবা তৈরি হলো তোমার আমার অনুরাগ।