তোমার ঠোঁটে ঠোঁট আর জিভে জিভ রেখেই –
অনুভব করেছি কতটা ভালোবাসি তোমাকে।
অভিমান হয়তো কিছুটা ছিল অন্তরে
তুলে রেখেছি কবেই কুলুঙ্গিতে,
বারবেলায় তোমার চলার পথেই সময় কাটে –
আমার এখন বেলা শেষের দীর্ঘ নিবীর্য প্রতীক্ষায়।
তুমি আসবে বলেই কি বাগান আমার ফুলে ভরা?
যেদিন প্রথম তোমার নাভিকুন্ডলি ছুঁতে দিয়েছিলে –
প্রথম সেদিন অনুভব করেছিলাম নারীর সকল সৌন্দর্য
সেদিন-ই বুঝেছিলাম তুমি (নারী ) ছাড়া আমি- ই (পুরুষ )অপূর্ণাঙ্গ
সর্ব- মিলনে হয়তো এটাই ভালোবাসার সম্পূর্ণ চিত্র।
কে সাজায় আড়ালে অনন্য সে মধুকর
জীবনের অভিধান ঘেঁটে পেয়েছি পরম আশ্চর্য
যৌতুক হয়তো কারুর কৌতুক কাম রসায়নে
আমি জেনেছি ঘর – সংসার সবই অসফল –
যদি স্পর্শীত না হয় ঘর – চৰ্চিত নারীর পদার্পনে।